টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অক্টোবর ৭, ২০১৬

bangladeshঢাকা জার্নাল : বাঘের ডেরায় সিংহরা। বাংলাদেশের টাইগাররা আজ মাঠে নামছে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে দু’দলের লড়াই।

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতে ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি। এ সময়ে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলকেও। এবারও ইংল্যান্ডের বিপক্ষে একই প্রত্যাশায় টিম টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার ১৩টিতেই জিতেছে ইংল্যান্ড। ৩টি জয় পেয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটের নব্য পরাশক্তি বালাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে ইংল্যান্ড। দুটি ম্যাচেই বাংলাদেশ জয় পেয়েছে ওয়ানডে বিশ্বকাপে। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে জয়ের পর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজে একবারই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেটাও ইংল্যান্ডের মাটিতে। ২০১০ সালে ব্রিসটলে ৫ রানে জয় পেয়েছিল টাইগাররা। সেবার মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল। জয়ের নায়কও ছিলেন টাইগার দলপতি।

বাংলাদেশের শেষ একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকভাবে খারাপ খেলা সৌম্য সরকার একাদশে সুযোগ হারিয়েছেন। ফিরেছেন ইমরুল কায়েস।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে জেক বল ও বেন ডাকেট।

ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার, জেসন রয়, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি ব্রেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদীল রশিদ, ডেভিড উইলি ও জেক বল।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.