রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অক্টোবর ৫, ২০১৬

nobelঢাকা জার্নাল: এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে জঁ-পিয়েরে সভেজ, স্যার জে. ফ্রেজার স্ট্রোডার্ট ও বার্নাড এল. ফেরিংগা।

মলিক্যুলার মেশিনের নকশা তৈরি ও সংশ্লেষ এবং এর নিয়ন্ত্রিত গতিবিধির গবেষণার জন্য বুধবার (০৫ অক্টোবর) নোবেল পুরস্কার কমিটি তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

এ তিনজনের মধ্যে সভেজ ফ্রান্সের, স্ট্রোডার্ট যুক্তরাজ্যের এবং ফেরিংগা নেদারল্যান্ডসের নাগরিক।

গত বছর এ পুরস্কার লাভ করেন সুইডেনের টমাস লিনডাহল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ এবং তুরস্কের আজিজ স্যানকার।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.