শিবগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

অক্টোবর ৫, ২০১৬

accidentঢাকা জার্নাল: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা কাশিপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতদের সবাই নারী। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

 

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক), শিবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাবিন্দগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহতের মধ্যে শজিমেক এ দিনাজপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী উম্মে সালমা কুলসুম ও অজ্ঞাত ৭ বছরের এক শিশু ভর্তি রয়েছে বলে শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম  নিশ্চিত করেছেন।

বুধবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বেলা আড়াইটার দিকে পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুরমুখী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৫ নারী নিহত হন। পরে দুর্ঘটনায় আহত আরও ১ জন নারী মারা যান।

তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা অব্যাহত রয়েছে বলে হাইওয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.