৭২ ঘণ্টা পর ভালো কিছুর প্রত্যাশা নার্গিসের চাচার

অক্টোবর ৫, ২০১৬

khadizaঢাকা জার্নাল: সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত হয়ে মাথায় জ‌টিল অপরেশনের পর নি‌বিড় পর্যবেক্ষণে থাকা খা‌দিজা আক্তার নার্গিসকে নিয়ে আশাবাদী তার স্বজনরা।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস  জা‌নিয়েছেন, চিকিৎসকরা বলেছেন, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ভালো কিছু হতে পারে। বুধবার (০৫ অক্টোবর) বিকেলের দিকে অপারেশনের ২৪ ঘণ্টা পে‌রুবে। কিন্তু অপেক্ষা ৭২ ঘণ্টার।

সকাল সাড়ে ১০টার দি‌কে চিকিৎসকরা খা‌দিজা‌কে দেখে গিয়ে‌ছেন। খাদিজার অবস্থা এখনও আগের মতো থাকলেও চিকিৎসকরা আশা করেছেন ৭২ ঘণ্টা পর ভালো কিছু হতে পারে। আমরাও সেই প্রতীক্ষায় আছি, বলেন খাদিজার চাচা।

খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ভিডিও সোশ্যাল মি‌ডিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ায় এ ঘটনায় উদগ্রীব পু‌রো দেশ। দেশবাসী খা‌দিজার সুস্থতা কামনার পাশাপাশি আঘাতকারী বদরু‌লের দৃষ্টান্তমূলক শা‌স্থি দা‌বি ক‌র‌ছেন।

‌সোমবার (০৩ অক্টোবর) প্রে‌মের প্রস্তা‌বে রা‌জি না হওয়ায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের ছাত্রী খা‌দিজাকে কু‌পি‌য়ে হত্যার চেষ্টা চালায়। এম‌সি ক‌লে‌জ কে‌ন্দ্রে পরীক্ষা দি‌য়ে বের হ‌য়ে পুকুর পা‌ড় দি‌য়ে আসার সময় বর্বরোচিত এ হামলার শিকার হন খাদিজা।

‌সে সময় উপস্থিত অনেক শিক্ষার্থী ঘটনা‌টি দূর থে‌কে ভি‌ডিও ধারণ ক‌রেন। ভ‌য়ে কা‌ছে যে‌তে পা‌রেননি তারা। প‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় বদরুল‌কে আটক‌ ক‌রেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। এ সময় তা‌কে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ করেন তারা।

পরে খা‌দিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হ‌য়ে শাহপরাণ থানায় বদরুল‌ আলমকে আসামি ক‌রে হত্যাচেষ্টার মামলা ক‌রে‌ন।

ইতিমধ্যে মানবা‌ধিকার চেয়ারম্যান ১৫ দি‌নের ম‌ধ্যে এ মামলার অ‌ভি‌যোগপত্র দি‌তে পু‌লিশ‌কে নি‌র্দেশ দি‌য়ে‌ছেন।

আটক বদরুল এখন সি‌লেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লে পু‌লিশ হেফাজতে চি‌কিৎসাধীন রয়েছেন। তিনি শাহজালাল বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক প‌দে র‌য়ে‌ছেন। এরই ম‌ধ্যে বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ব‌হিষ্কার ক‌রে‌ছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.