কাপ্তাই হ্রদে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩, নিখোঁজ ৪

অক্টোবর ৪, ২০১৬

ctgঢাকা জার্নাল: রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ ঘেঁষে গড়ে তোলা দোতলা একটি ভবন ধসে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় রাঙামাটি শহরে রিজার্ভ বাজার মহিলা কলেজ সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ভবনটি ধসে পড়ে।

এলাকাবাসী জানিয়েছেন, ওই ভবনে ৪টি পরিবার বসবাস করতো।

খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক, দমকল বাহিনী, পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পৌঁছেছেন। ধসে পড়া ভবনটির মালিক নেতা টিটু বলে জানিয়েছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টিটুর মালিকানাধীন দোতলা ভবনটির নিচের মাটি সরে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। ভবনটির নিচতলার পুরোটি পানির নিচে ডুবে গেছে। এসময় ভবনের ভেতরে দুই শিশুসহ ৬/৭ জন আটকা পড়ে। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিশু পিংকি(১৪), তার বাবা জাহিদ (৩৪) ও একজন গৃহশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান  জানান, এখনও উদ্ধার তৎপরতা চলছে। ভেতরে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, ততক্ষণ উদ্ধার তৎপরতা চলবে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.