বাংলাদেশ-ভারত সম্পর্ক : মোদী বৈঠকের তথ্য জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ৪, ২০১৬

home-ministerঢাকা জার্নাল : বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের মুখোমুখী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর ১২টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে মুখোমুখী অনুষ্ঠান ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখোমুখী হবেন। ‌

সঙ্গে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মেজাম্মেল হক খান, পুলিশ প্রধান (আইজিপ) একেএম শহীদুল হক এবং র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট ফোরাম (বিএসআরএফ) এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজনে এবারের বিষয় ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’।
বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার বাংলানিউজকে জানান, সম্প্রতি ভারত সফরে গিয়ে ওই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সেই বৈঠকের তথ্যসহ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিএসআরএফ সংলাপে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেবেন সংলাপ অনুষ্ঠানে।

বিএসআরএফ সভাপতি আরো জানান, এই সংলাপ অনুষ্ঠ‍ানে সীমান্ত ব্যবস্থা, মাদকসহ অন্যান্য চোরাচালান রোধ, সীমান্ত হত্যা প্রতিরোধ এবং বন্দী প্রত্যার্পন চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা হবে মন্ত্রীর সঙ্গে। সাংবাদিকদের এসব বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন সরাসরি।

শ্যামল সরকার সচিবালয় বিটের সংবাদকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.