চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ইওশিনোরি ওসুমি

অক্টোবর ৩, ২০১৬

yoshinoriঢাকা জার্নাল: চিকিৎসাশাস্ত্রে এ বছর নোবেল পেয়েছেন জাপানের ইওশিনোরি ওসুমি।কোষের মধ্যে তার উপাদানগুলো কিভাবে পুর্নগঠিত হয় সে বিষয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

১৯৪৫ সালের ৯ ফেব্রুয়ারি জাপানের ফুকুওয়কায় জন্মগ্রহণকারী ওসুমি টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর।

গবেষণা কাজে এ নোবেল বিজয়ী ইস্ট ব্যবহার করেন। তার এ গবেষণা ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়।

এগুলোর মধ্যে শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। বাকিগুলো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়।

৩ অক্টোবর (সোমবার) চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। এরপর ৪ অক্টোবর (মঙ্গলবার) পদার্থ বিজ্ঞান, ৫ অক্টোবর (বুধবার) রসায়ন, ৭ অক্টোবর (শুক্রবার) শান্তি, ১০ অক্টোবর (সোমবার) অর্থনীতির ওপর নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

তবে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

২০১৫ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতে নেন আয়ারল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ তু।

ঢাকা জার্নাল, অক্টোবর ০৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.