‘‘মায়ের দুধ’’ দেবে ক্লোন করা গরু

এপ্রিল ৭, ২০১৩

Cloned-cow-milk-006ঢাকা জার্নাল: জিন প্রযুক্তির যুগে অনেক স্বপ্ন – অনেকে বলবেন দুঃস্বপ্ন – সফল হয়৷ যেমন ধরা যাক মায়ের দুধ, শিশুর পক্ষে যার চেয়ে বেশি পুষ্টিকর আর কিছু নেই৷ সেটা যদি কোনো গরুর কাছ থেকে পাওয়া যেতো?

ধরুন কৃত্রিমভাবে সৃষ্ট ভ্রুণ থেকে বিকল্প মায়ের গর্ভে যদি শিশু জন্ম নিতে পারে, তাহলে তাকে বিকল্প ‘‘গো-মাতার” দুধ খাওয়াতেই বা আপত্তি কিসের৷ আর্জেন্টিনার বিজ্ঞানীরা একটি ক্লেন করা বাছুরের মধ্যে কিছু পরিবর্তিত জিন ঢুকিয়ে সেই অসাধ্যসাধনই করবার চেষ্টা করেছেন৷

মেয়ে বাছুরটির নাম হল রোসিটা আইএসএ৷ তার মধ্যে যে দুটি মানুষের জিন ঢোকানো হয়েছে, তাদের কাজ হল এমন দুটি প্রোটিন তৈরী করা, যেগুলো মানুষের দুধেও পাওয়া যায়৷ একটির নাম ল্যাক্টোফেরিন, অন্যটির লাইসোজাইম৷ এদের কল্যাণে মানবশিশু ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে উন্নততর সুরক্ষা পায় – অন্তত গোদুগ্ধে যতোটা পাওয়া যায়, তার চেয়ে বেশি৷

রোসিটার জন্ম হয়েছে গত ৬ই এপ্রিল৷ কাজেই তার নিজের মা হবার মতো বড় হতে এবং নিজের বাছুরের জন্য দুধ দিতে আরো দু’বছর লাগবে৷ বুয়েনস এয়ারেসের কাছে আর্জেন্টিনার জাতীয় কৃষিব্যবসায় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের অবশ্য ধৈর্য্যের কোনো অভাব নেই৷ তারা জানেন, শিশুর অপুষ্টি বিশ্বে কতোবড় একটা অভিশাপ৷
সূত্র: ওয়েবসাইট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.