দ্বিতীয় ম্যাচেই ‘সেঞ্চুরি’ পেতে চান মাশরাফি

সেপ্টেম্বর ২৭, ২০১৬

mashrafee_mortuzaঢাকা জার্নাল: আন্তর্জাতিক ওয়ানডেতে একটি মাত্র হাফ সেঞ্চুরি মাশরাফি বিন মুর্তজার নামের পাশে। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি আছে একটি।

সবশেষ ঢাকা লিগে ফতুল্লায় তিন অঙ্কের ঘর ছুঁয়েছিলেন মাশরাফি। মাত্র ৫০ বলে মাশরাফির হাঁকিয়েছিলেন বিধ্বংসী সেঞ্চুরি। ৫১ বলে তার ১০৪ রানের ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ২টি চারের মার।

আবার তিন অঙ্কের ঘর ছুঁতে চান মাশরাফি। তবে এবার ব্যাট হাতে নয়! ওয়ানডেতে আরেকটি ম্যাচ জিতলেই ‘সেঞ্চুরি’ পূরণ হবে বাংলাদেশের। বুধবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই জয়ের সেঞ্চুরি পূর্ণ করতে চান টাইগার দলপতি।

মঙ্গলবার ম্যাচপূর্ববতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দ্বিতীয় ম্যাচেই যেন শততম জয় নিশ্চিত হয়, সেই চেষ্টা আমরা করব। এজন্য আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।’

৩১৩ ওয়ানডেতে ৯৯ জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই বাংলাদেশের সাফল্য গাঁথায় বড় অর্জন যুক্ত হবে। ৩১৩ ম্যাচে ৯৯ জয়ের বিপরীতে ২১০টি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফল আসেনি ৪টি ম্যাচে।

১৯৮৬ সালে বাংলাদেশ খেলেছিল প্রথম ওয়ানডে পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। ওয়ানডেতে প্রথম জয় পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। তবে এ সময়ে ম্যাচ খেলেছে মাত্র ১৮টি । ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ রফিক।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.