প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

সেপ্টেম্বর ২৭, ২০১৬

trampঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন।

বিতর্কে প্রথমে তারা দেশের অর্থনীতি নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরনে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, কর্মসংস্থান দেশ ছেড়ে পালাচ্ছে। ট্যাক্স রিটার্নের বিষয়ে ট্রাম্প নিজের অবস্থানে অনড় রয়েছেন।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ই-মেইল ব্যবহারকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন হিলারি।

ট্রাম্প বলেছেন, আফ্রিকান-আমেরিকানরা যুক্তরাষ্ট্রে ‘নরকবাস’ করছে।

নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এ বিতর্ক, চলবে দেড় ঘণ্টা। যুক্তরাষ্ট্রের প্রায় ১০ কোটি মানুষ দুই প্রার্থীর বিতর্কের এই জমজমাট লড়াই দেখছেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।,

ঢাকা জার্নাল ,সেপ্টেম্বর ২৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.