সেই নবজাতককে বাঁচানো গেলো না

সেপ্টেম্বর ২৬, ২০১৬

childঢাকা জার্নাল : কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা শিশু গালিবা হায়াত মারা গেছে। রবিবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। হাসপাতালের চিকিৎসক ডা. আবু ইউসূফ রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি রাত ১১টা ৪৭ মিনিটে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটি ২ মিনিট আগে মারা গেছে। এর আধঘণ্টা আগে তাকে শেষবারের মত ওষুধ দেওয়া হয়েছিলো। তার হার্ট কাজ না করলেও মস্তিষ্ক কাজ করছিলো বিধায় আমরা আশায় ছিলাম। সে মিরাকল শিশু ছিলো, তাই আমরা অপেক্ষা করছিলাম। আমরা আশায় ছিলাম, হাল ছেড়ে দিতে চাইনি।’

এর আগে, শনিবার বিকাল ৫টা ২৫ মিনিটে পারটেক্স এভিয়েশনের একটি হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা। শিশুটি জন্ম নেওয়ার পর হাসপাতাল থেকেও তাকে মৃত ঘোষণা করা হয়েছিলো। পরে ফরিদপুরের ড. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে সে নিবির পর্যবেক্ষণে ছিল। মাত্র ৫ মাস ২২ দিনের মাথায় শিশুটি ভুমিষ্ট হওয়ায় নানা জটিলতা দেখা দেয়।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বেসরকারি হাসপাতাল ডা. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয় নাহমুল হুদা ও নাজনীন আক্তার দম্পত্তির কন্যাশিশুটি। পরে চিকিৎসকেরা শিশুটিতে মৃত ঘোষণা করে। ওই রাতেই শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেওয়া হলে দাফনের পূর্বে সে নড়ে উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.