দ্বাদশ অধিবেশন শুরু, ১০ অক্টোবর পর্যন্ত চলবে

সেপ্টেম্বর ২৫, ২০১৬

kvhঢাকা জার্নাল: দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের আরও একটি অধিবেশন শুরু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন,   কমিটির সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ এবং আনিসুল হক।

অন্যদের মধ্যে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিদিন বিকেল ৫ টায় শুরু হওয়া এ অধিবেশনের সময়সীমা প্রয়োজনে বাড়াতে বা কমাতে পারবেন স্পিকার।

গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশনের জন্য পুরোনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল পাসের অপেক্ষায় রয়েছে।

এছাড়া সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে এ অধিবেশনে।

সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য শরৎকালীন এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে সংসদের পরবর্তী অধিবেশন।

সে হিসেবে ৬০ দিনের বাধ্যবাধকতা পূরণের জন্য ডাকা এ অধিবেশনের মেয়াদকাল সংক্ষিপ্তও হতে পারে।

গত ১ জুন দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.