কোস্টগার্ডের প্রাক্তন মহাপরিচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯, ২০১৬

dudokঢাকা জজার্নাল :দুর্নীতি দমন কমিশনের  (দুদক) দায়ের মামলায় মামলায় বাংলাদেশ কোস্টগার্ডের প্রাক্তন মহাপরিচালক সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করেছে দুদক।

বুধবার (২৮ সেপ্টম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) একটি দল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর সফিক-উর-রহমানকে রমনা থানা হেফাজতে রাখা হয়েছে।

দুদক সূত্র জানায়, কোস্টগার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বিক্রি করে সরকারের ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সফিক-উর-রহমানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.