মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সেপ্টেম্বর ২০, ২০১৬

fukrulঢাকা জার্নাল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন।

শুনানিকালে মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান খান কাজল ও পুলিশের সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন।

মামলায় বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল হতে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নেতা-কর্মীরা। ওই ঘটনায়  পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.