সোমবার হজের ফিরতি ফ্লাইট সূচি

সেপ্টেম্বর ১৯, ২০১৬

airpoatঢাকা জার্নাল: শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। সোমবারও (১৯ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে হাজিদের পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স।

রোববার (১৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সূত্র বলছে, সৌদি আরবের জেদ্দা থেকে রোববার রাতে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  তিনটি ফ্লাইট সোমবার ঢাকায় পৌঁছাবে।

আর সোমবার রাতে ছেড়ে আসা একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)। একই দিন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের সাতটি ফিরতি হজ ফ্লাইট আসার কথা।

বিমান শিডিউল থেকে জানা যায়, জেদ্দা সময় রোববার ‍সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছেড়ে আসা বিমানের বিজি ৬০১৪ ফ্লাইটটি ঢাকায় পৌঁছ‍ানোর সম্ভাব্য সময় রাত আড়াইটায়।

আর সোমবার ভোর ৫টা ২০ মিনিটে ছেড়ে আসা বিজি ২০১৬ ফ্লাইটটির আসার কথা বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

বিজি ৪০১৬ ফ্লাইটটি জেদ্দায় দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়ার কথা। পৌঁছ‍ানোর সময় বলা হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টা।

রাত সাড়ে ৮টায় রওয়ানা দেওয়া বিজি ৬০১৬ ফ্লাইটটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওইদিন রাত তিনটা ১০ মিনিটে অবতরণের কথা রয়েছে।

এছাড়া সোমবার হাজিদের নিয়ে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট আসার কথা রয়েছে।

এরমধ্যে এসভি ৮০৯, ৪৭২৮, ৪৭৩৮, ৮০১, ৮০৫, ৪১১৬ ও ৪১০২ ফ্লাইট জেদ্দা সময় ৩টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে রওয়ানা দেবে।

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে সময়ের পার্থক্য তিন ঘণ্টা।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ১৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.