টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৭, ২০১৬

Road-Accidentঢাকা জার্নাল : টাঙ্গাইলে শনিবার সকালে  পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পর সন্ধ্যায় আবারও সেখানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে  ৪ জন নিহত ও আহত হয় ২০ জন।

এর আগে সকালে মির্জাপুর উপজেলার ইছাইল ও বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় দুর্ঘটনায় ৫ জনের মুত্যু হয়। এ ছাড়া কালিহাতী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আরো ২ জন নিহত হন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার নরকোনায় আবারও দুর্ঘটনা ঘটে।  এতে ৪ জন নিহত ও আহত হয় ২০ জন। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লাভলু তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার নরকোনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.