মৃত্যু দীর্ঘজীবী হোক ।। সেলিম রেজা নিউটন

সেপ্টেম্বর ১৭, ২০১৬

সেলিম রেজা নিউটনের কবিতা

মৃত্যু দীর্ঘজীবী হোক

লাশটা তখনও যায়নি ভালো করে মাটির তলায়—
তারই মধ্যে নেমে গেল কাজে
পক্ষের শকুন আর বিপক্ষের শকুনির দল।
কে লাশের কত ভক্ত — কত সখ্য — সতের বছর ধরে নিজে
কাকে লাশ বলে গেছে সব কথা — হাঁড়ির খবর —
— কে লাশের নাম জানত পুরোপুরি পঁচিশ বছর —
সেসব বৃত্তান্ত সব গলগল করে বের হয়ে এসে মিশে গেল লাশের লালায়।
স্বেচ্ছায় সজ্ঞানে স্বরচিত যত বয়েসের সনদসমূহ
ঝুলে রইল অনলাইনে— সাময়িক পত্রিকার ডালে।
মৃত্যু দীর্ঘজীবী হোক, শকুনি-সাহিত্য দীর্ঘজীবী হোক— বলে এইবার
আকাশে জীবনানন্দে পাক খেতে শুরু করল চিরজীবী চিলের বাহার।
ব্যাকগ্রাউন্ডে বেজে চলল হাততালি কুচকাওয়াজ গালাগালি আহার ও পান।—
অদূরে অন্ধকারে — শুয়ে থাকা লাশের শিয়র থেকে দূরে —
জ্বলতে থাকল স্মৃতির লোবান —
জোনাকিপুঞ্জের মতো ছাড়া ছাড়া সাতটা আকাশভরা তারা আর নক্ষত্রের গান।

salim-rezaরাবি: সেপ্টেম্বর ২০১৬

 

 

 

 

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.