নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলের ফের হরতাল!

এপ্রিল ৬, ২০১৩

bnp-badal-bg20130406111513ঢাকা জার্নাল: বিএনপিসহ ১৮ দলের ১৪৮ নেতাকর্মীকে রোববারের মধ্যে মুক্তি না দিলে আগামী ৯ ও ১০ এপ্রিল হরতাল দেবে বলে ঘোষণা দিয়েছে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ এপ্রিলের সমাবেশ স্থগিত করবে তারা।  

শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান অফিসে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র দুইদিনের হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র জানায় রোববারের মধ্যে আটক নেতাকর্মীদের মুন্তি না দিলে আগের দিন সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করা হবে। চার দফা দাবি সামনে রেখে এই কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্রমতে, ১৪৮ নেতাসহ ১৮ দলের গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার পূর্নবহাল, সরকারের পদত্যাগ এবং গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে ১০ এপ্রিল নয়াপল্টনে ১৮দলের পূর্বঘোষিত সমাবেশ স্থগিতেরও সিদ্ধান্ত হয়।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.