আজিমপুরের বাসা থেকে আরো ২ নারীসহ শিশু উদ্ধার

সেপ্টেম্বর ১১, ২০১৬

childernঢাকা জার্নাল: রাজধানীর আজিমপুর বিজিবি গেট এলাকার ওই বাসা থেকে আরো দুই নারীসহ এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা।

তাদের উদ্ধার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ও তাদের পরিচয় এখনো চিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাদের নিয়ে যায় কাউন্টার টেররিজমের সদস্যরা।

এর আগে সন্ধ্যার পর রাজধানীর আজিমপুর বিজিবি গেট এলাকায় কাওসার মিয়ার ২০৯/৫ নম্বর  বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ ও জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত ও নারী জঙ্গিসহ ৫ ডিবি পুলিশ আহত হন।

জানা যায়, গত মাসে ওই বাড়ির দোতালা তিন-চারজন লোক ভাড়া নেন। সেখানে দারুল হুদা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তারা পরিচালনা করতেন।

ajimpurঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাবাহউদ্দিন কুর‍ায়েশী বলেন, অভিযানে পুরুষ জঙ্গি নিহত হয়েছেন। তিন নারী জঙ্গি গুলিবিদ্ধ। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া পাঁচ পুলিশ আহত আছেন।

ডিবি কনস্টেবলদের মধ্যে আহতরা হলেন- রাম চন্দ্র, লাভলু, মাহাতাব, জহির উদ্দিন ও শাহজাহান। আহত পুলিশ সদস্য ও জঙ্গিদের রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ১০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.