ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

সেপ্টেম্বর ৯, ২০১৬

tangail-jamঢাকা জার্নাল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপে প্রায় ৪০ কিলোমিটার (কিমি) অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে থেকে সড়কে যানবাহনের বাড়তি চাপ শুরু হলে মির্জাপুর উপজেলার জামুর্কি, গোড়াই, করটিয়া, রাবনা বাইপাস এলাকায় এ যানজট তৈরি হয়।

এতে করে ওই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

এদিকে, যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিপুলসংখ্যক যানবাহনের চাপের কারণে মহাসড়কে এ যানজট দেখা দিয়েছে।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব, আনসার সদস্যরা সড়কে কাজ করছেন বলে তিনি জানান।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৯, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.