ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিমি যানজট

সেপ্টেম্বর ৯, ২০১৬

comillaঢাকা জার্নাল: মেঘনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গোমতী সেতু থেকে গৌরিপুর বারাপাড়া এলাকা পর্যন্ত ১০ কিলোমিটার (কিমি) অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ঈদে ঘরমুখো যাত্রী, পণ্য ও পশুবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে আটকে আছে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভোর থেকে যানজট বাড়তে শুরু করে।

এদিকে, মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিমি অংশে কোনো যানজট নেই। এ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া আলেখারচর বিশ্বরোড থেকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত ৪২ কিমি অংশও যানজটমুক্ত রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের গাড়িগুলো মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দুই লেনে পরিণত হয়। যার ফলে গাড়িগুলো ধীরগতিতে সেতু দুটি পার হতে হচ্ছে। এতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, মেঘনা-গোমতী সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৯, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.