মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেল ২৩৬৭ জন

সেপ্টেম্বর ৮, ২০১৬

high_courtঢাকা জার্নাল: একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন যোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে জারি করা প্রজ্ঞাপন অবৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট।পাশাপাশি ওই প্রজ্ঞাপন বাতিল করে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা ও ভাতা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল নিস্পত্তি করে এ আদেশ দেন।
২০১৩ সালের ২২ জুলাই গেরিলা বাহিনীর এই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তাদের মধ্যে কমরেড মণি সিংহ, প্রফেসর মোজাফফর আহমেদ ও পঙ্কজ ভট্টাচার্য ছাড়াও অনেক খ্যাতিমান মুক্তিযোদ্ধা রয়েছেন। পরবর্তীতে কোনও কারণ ছাড়াই ২০১৪ সালের ২৯ অক্টোবর সেই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে গেরিলা যোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
এ পরিস্থিতিতে ২০১৪ সালে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন গেরিলা মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.