জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার, সরলো জাদুঘর থেকে

সেপ্টেম্বর ৭, ২০১৬

zia-smঢাকা জার্নাল: বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়টি অনুমোদন হয়। এতে করে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক-ক্রেস্ট আর জাতীয় জাদুঘরে থাকলো না। যা ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ পদক-ক্রেস্ট ফেরত নিয়েছে।

২০০৩ সালে জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে পদকটি রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে পাঠানো হয়েছিল। সেসময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরের একটি কর্নারে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পদক প্রত্যাহারের প্রাথমিক সিদ্ধান্তের পরপরই বিএনপি থেকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তাদের নেতারা সরকারকে উদ্দেশ্য করে সভা-সেমিনারে পদক প্রত্যাহার না করার আহ্বান জানিয়েছিলেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.