জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৫, ২০১৬

juঢাকা জার্নাল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে ইতোমধ্যে ২৫ বিঘা জমি কেনা হয়েছে। প্রয়োজনে আরও জমি অধিগ্রহণ করা হবে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যাম্পাসে যা যা থাকা দরকার তার সব থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে।’

সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেওয়ার পর বিকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান,‘হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেরানীগঞ্জে ছাত্রদের জন্য আবাসিক হল করে দেওয়া হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২৫ বিঘা জমি আছে। আর ছাত্রী হোস্টেল হবে বর্তমান ক্যাম্পাসের পাশেই। বর্তমান ক্যাম্পাসের মধ্যে ২০ তলা প্রাশাসনিক ভবন নির্মিত হচ্ছে।’

এ সময় প্রধানমন্ত্রী রাগান্বিত হয়ে বলেন, ‘এটা কোন ধরনের পরিকল্পনা? ছাত্ররা থাকবে কেরানীগঞ্জে, একজায়গায় প্রশাসনিক ভবন, অন্য জায়গায় ছাত্রী হল? এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হতে পারে না। এটা অস্থায়ীভাবে চলতে পারবে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে পরিচালনার জন্য একটি পরিপূর্ণ পরিকল্পনা প্রয়োজন। সেই ভাবে পরিকল্পনা করুন। একটি অখণ্ড জমিতে ছাত্র ও ছাত্রী হল, প্রশাসনিক ভবন, টিএসসিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যার যা দরকার তা যেন একসঙ্গে করা যায়।’

প্রধানমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে কি আর জমি ছিল না? সেখানে কি বেশি করে জমি কিনে বিশ্ববিদ্যালয়ের সব এক জায়গায় করা যেতো না? পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সব ব্যবস্থা একসঙ্গে করতে পরিকল্পনা করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.