বঙ্গবন্ধুর সহচর আব্দুর রহিমের প্রতি প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা

সেপ্টেম্বর ৪, ২০১৬

PM-at-Parliamentঢাকা জার্নাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম আব্দুর রহিমের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম আব্দুর রহিমের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ সেপ্টেম্বর) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজার পর প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও থাকেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবেও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মরহুমের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে আয়োজিত মোনাজাতেও অংশ নেন তিনি।এসময় উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-মহাসচিব ড‍া. দীপু মনি. সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মরহুমের দুই সন্তান বিচারপতি এনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমসহ স্বজন শুভানুধ্যায়ীরা।

রোববার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আব্দুর রহিম। বঙ্গঙ্গবন্ধু এ ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যানও ছিলেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০৪, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.