৩ অ্যাম্বুলেন্স কারাগারে

সেপ্টেম্বর ৩, ২০১৬

ambulanceঢাকা জার্নাল: গাজীপুরের কাশিমপুর কারাগারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির প্রস্তুতি অব্যাহত রয়েছে। কারা কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না জানানো হলেও প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে শনিবার রাতেই তার ফাঁসি কার্যকর হতে পারে।

শেষ খবর অনুযায়ী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে। অ্যাম্বুলেন্সের সঙ্গে প্রবেশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশীদ। তিনি সাংবাদিকদের জানান, কারাগার ও এর আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে মীর কাসেমের ফাঁসি কার্যকরের সময় বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, আজ শনিবার সন্ধ্যায় মীর কাসেমের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। এর আগেই পরিবার ও নিকটাত্মীয়দের মধ্যে ৩৮ জন মীর কাসেমের সঙ্গে কারাগারের ভেতরে এসে সাক্ষাৎ করেন।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়  তাকে২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আপিল বিভাগের রায়েও তার এ শাস্তি বহাল থাকে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া হলেও গত ২ সেপ্টেম্বর শুক্রবার তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন না এটা স্পষ্ট হয়ে যায়। এরপরই তার ফাঁসি কার্যকর করতে উদ্যোগ নেওয়া শুরু করে কারা কর্তৃপক্ষ।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.