জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ১৩ সেপ্টেম্বর ঈদ

সেপ্টেম্বর ২, ২০১৬

EIDঢাকা জার্নাল: দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৩ সেপ্টেম্বর ঈদ-উল আজহা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মমন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন সভার সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের সবকটি বিভাগ ও জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ করা হয়েছে। তবে দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ০২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.