সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সেপ্টেম্বর ২, ২০১৬

BSFঢাকা জার্নাল: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মহিবুর রহমান (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন।

শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৮ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গরুর রাখাল মহিবুর রহমান প্রামাণিক কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার নজু প্রামাণিকের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও গোড়ল ইউপির চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৮ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে মহিবুর রহমানসহ ১৬-১৮ জন রাখাল ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। এ সময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের বাড়িতে পৌঁছে দেয় অপর সঙ্গীয়রা। এদের মধ্যে মহিবুর রহমান বাড়ি পৌঁছার আগেই মারা যান। অপর দুই রাখালকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে স্থানীয়রা।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.