শহীদ কাদরীর মরদেহ আনার খরচ বহন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০১৬

shahid-kadriঢাকা জার্নাল: সদ্যপ্রয়াত একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ দেশে ফেরিয়ে আনতে সব খরচ বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ব্যক্তিগত খরচে ‍কবির মরদেহ আনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

আগামী বুধবার (৩১ আগস্ট) ভোরে ঢাকায় এসে পৌঁছাবে শহীদ কাদরীর মরদেহ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ আনা হবে।

রোববার (২৮ আগস্ট) সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ কাদরী (৭৪)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। এছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত ২০ আগস্ট থেকে নিউইয়র্কের জ্যামাইকার বাসায় কবির শারীরিক অবস্থার অবনতি হলে ২১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার সকালে ইহলোকের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান বাংলা সাহিত্যে অনেক শ্রেষ্ঠ কবিতার স্রষ্টা শহীদ কাদরী।

১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদকে ভূষিত হন এ কবি।

ঢাকা জার্নাল, আগস্ট ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.