কুমার নদে ট্রলার ডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ১০

আগস্ট ২৬, ২০১৬

madaripurঢাকা জার্নাল: মাদারীপুরের উকিলবাড়ি এলাকায় কুমার নদে ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন এক নারী। নিখোঁজ আরও অনেকে থাকলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিখোঁজ কতজন রয়েছেন তা এখনও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

এ ঘটনায় আহত অবস্থায় কালগাছিয়া গ্রামের শুকচান বালার স্ত্রী ভানু মতিবালা (৬০) মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের কাছ থেকে জানা যায়, ননী বাড়ৈর (৫০), বিভা বিশ্বাস (৪৫) ছাড়াও ১০ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও জেলা সদর থানা পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে ভাগরত বাড়ৈ, অবলা, হৃদয় মন্ডল, রেবা বিশ্বাস, সুমন মন্ডল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাবেলুর রহমান সজিব বাংলানিউজকে জানান, মাদারীপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে ট্রলারে উপজেলার কিন্দু ইউনিয়নের কলাগাছিয়ায় যাচ্ছিল নাচের দলের সদস্যরা। এ সময় বালিবোঝাই কার্গো ট্রলার তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি প্রায় ১০০ যাত্রী নিয়ে ডুবে যায়।

ঢাকা জার্নাল, আগস্ট ২৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.