শাহজালালে ২৩ কেজি সোনা আটক

আগস্ট ২৫, ২০১৬

goldঢাকা জার্নাল: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ সৈয়দ আতাউল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসইউ-৪৪৬ এর ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব সোনা আটক করেন বিমানবন্দর কাস্টমস সদস্যরা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেন্টিভ) এইচ এম আহসান কবির  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রী মজিদ হুইল চেয়ারে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্রাশি করে কাস্টমসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। এসময় তার কোমরের ব্যথানাশক বেল্টের ভেতর থেকে ২২৩ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ১১ কোট টাকা।

ঢাকা জার্নাল, আগস্ট ২৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.