‘আলোচনা করে ট্রাইব্যুনাল স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত’

আগস্ট ২৩, ২০১৬

anisulঢাকা জার্নাল : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তরের বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।

মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ কথা জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘মঙ্গলবার আমার মন্ত্রণালয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ট্রাইব্যুনাল সরানোর ব্যাপারে চিঠি পেয়েছি। এখন আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’।

দুপুরে  প্রধান বিচারপতির পক্ষে  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়।

ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের জায়গার সংকুলান হচ্ছে না বলে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে  জানায় আইন মন্ত্রণালয় সূত্র।

ঢাকা জার্নাল, আগস্ট ২৩ ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.