সবাই একসঙ্গে পাচ্ছেন স্মার্টকার্ড

আগস্ট ২৩, ২০১৬

EC_ঢাকা জার্নাল: সর্বপ্রথম নতুন ভোটারদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড দেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ক্ষেত্রে যখন যে এলাকায় কার্যক্রম শুরু হবে, সেখানে সবাইকে স্মার্টকার্ড দেবে সংস্থাটি।
ইসির এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুনদের আগে স্মার্টকার্ড দিতে গেলে একই কাজ দুইবার করতে হবে। তাই যখন যে এলাকায় কার্ড বিতরণ করা হবে, তখন সেই এলাকার সব ভোটারকেই উন্নত মানের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

আগামী সেপ্টেম্বরেই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হবে জানিয়ে  ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান বলেন, রাজধানী থেকে শুরু করে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে বিতরণের কাজ চলবে।

‘এক্ষেত্রে প্রথমে রাজধানীর ভোটাররা স্মার্টকার্ড পাবেন। এতে ৫০ লাখ ভোটার সবার আগেই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।’

বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছে। এরইমধ্যে এক কোটি ভোটারের স্মার্টকার্ড প্রস্তুত করেছে ইসি।

 

ঢাকা জার্নাল, আগস্ট ২৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.