বাসের আগাম টিকিট বিক্রি শুরু

আগস্ট ২৩, ২০১৬

Ticketঢাকা জার্নাল:ঈদুল আজহা উপলক্ষে গাবতলীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর ১ সেপ্টেম্বর থেকে বিআরটিসি বাস ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু করে কাউন্টারগুলো।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যমলী পরিবহন মালিক রমেশ চন্দ্র জানান, সকাল ৬টা থেকেই গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তাদের ধারণা ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে ঈদের ছুটি। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এবার ঈদে টানা পাঁচদিন ছুটি থাকতে পারে।

এদিকে ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন গন্তব্যের বিআরটিসির ঈদের আগাম  বাস টিকিট দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বিআরটিসির পরিচালক (প্রশাঃ ও অপাঃ) মো. শামসুল আলম।

তিনি বলেন, তাদের ৪৫০টি গাড়ি নিয়মিত বিভিন্ন রুটে চলাচল করছে। ঈদের সময় আরও ৮০টি গাড়ি স্ট্যান্ডবাই রাখা থাকবে। যখন যেখানে যাত্রী চাহিদা থাকবে সেখানে এসব বাস দেওয়া হবে।

ঢাকা জার্নাল, আগস্ট ২৩, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.