মুফতি হান্নানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আগস্ট ২১, ২০১৬

Mufti hannanঢাকা জার্নাল : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানকে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই চকবাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জাহাঙ্গীর আলম তালুকদার তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তিনি মুফতি হান্নানকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগারের বাইরে একটি হ্যান্ড বোমা তাজা অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় চকবাজার থানার উপপরিদর্শক বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছেন।

ঢাকা জার্নাল, আগস্ট ২১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.