শাহরিয়ার কবিরকে ইট-পাটকেল ছুড়েছে হেফাজত কর্মীরা

এপ্রিল ৬, ২০১৩

Mass-02-BG-72520130405234026ঢাকা জার্নাল: ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীরকে লক্ষ্য করে হামলা ও মঞ্চে ভাঙচুর চালিয়েছে হেফাজতে ইসলামের লোকজন। হামলায় আহত হন পুলিশসহ ২০-২৫ জন হরতাল সমর্থক। তবে শাহরিয়ার কবীর অক্ষত আছেন।

হরতালের সমর্থনে সমাবেশ চলাকালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালী আমতলীতে এ ঘটনা ঘটে। এসময় হেফাজতের সমর্থকরা মিছিল নিয়ে মতিঝিলে সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন।

হামলার বিষয়ে শাহরিয়ার কবীর বলেন, “পরিকল্পিতভাবে জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শুক্রবারও তারা আমাকে মোবাইলফোনে কয়েকজন হুমকি দেয়।”

তিনি বলেন, “সকালে হামলাকারীরা আমাকে দেখামাত্র ইটপাটকেল ছুড়ে মারে।” হামলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন।

শাহরিয়ার কবীর অভিযোগ করে বলেন, “হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করছিল। তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”

বনানী থানার উপপরিদর্শক (এসআই) হেফাজতে ইসলামের লোকজন মিছিল নিয়ে যাওয়ার সময় তারা হরতালের সমর্থনে চলা সমাবেশে হামলা চালায়। এসময় কয়েকটি চেয়ার ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ব্লগার-নাস্তিকদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে শনিবার রাজধানী অভিমুখে লংমার্চ ও সমাবেশ করছে হেফাজতে ইসলাম।

এদিকে, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেক্টর কমান্ডার্স ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন ২৪ ঘণ্টার হরতাল পালন করছে। এছাড়া গণজাগরণ মঞ্চ ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.