মেক্সিকোয় পুলিশ ২২ জনকে হত্যা করেছে

আগস্ট ১৯, ২০১৬

mexicoঢাকা জার্নাল : মেক্সিকোর একটি শহরে পুলিশ ইচ্ছাকৃতভাবে ২২ জনকে গুলি করে হত্যা করেছে। গত বছর  পশ্চিমের প্রদেশ মিচোয়াকানের তানহুয়াতে শহরে এ ঘটনা ঘটে। মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের মে মাসে তানহুয়াতোর একটি খামারে সংঘটিত ওই সংঘর্ষের ঘটনাটি তদন্ত করেছে মানবাধিকার কমিশন। ওই ঘটনায় মাদক পাচারকারী চক্রের ৪২ জন সদস্য ও এক পুলিশ সদস্য নিহত হয়। কমিশন একে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন দাবি করলেও সরকার তা মানতে নারাজ।

ধারণা করা হচ্ছে সংঘর্ষটি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘটেছিল। স্থানীয় দুটি গ্যাঙের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ধরে এ ঘটনা ঘটেছিল। ওই সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়েছিল।

মানবাধিকার কমিশন জানিয়েছে, সংঘর্ষে ৪০ জন গুলিবিদ্ধ হয়ে, একজন অগ্নিদগ্ধ হয়ে এবং অপর একজন পালাতে গিয়ে নিহত হয়েছে।

কমিশনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, হত্যার আগে কমপক্ষে দুজনের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছিল। কয়েকটি মৃতদেহ ঘটনাস্থল থেকে দূরে ভিন্ন কয়েকটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনের হাতে পুলিশ অস্ত্র গুজে দিয়েছিল।

ঢাকা জার্নাল, আগস্ট ১৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.