‘পেনশনের পুরো টাকা একবারে তোলা যাবে না’

আগস্ট ১৮, ২০১৬

Muhitঢাকা জার্নাল: এখন থেকে সরকারি চাকরিজীবীরা একবারেই পেনশনের পুরো টাকা তুলতে পারবেন না। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সচিবালয়ে জাতীয় পেনশন সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অনেক চাকরিজীবী অবসর গ্রহণের পর একসঙ্গে সব টাকা তুলে ফেলেন। পরে অধিকাংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী আর্থিক সমস্যায় পড়েন।’

বৈঠকে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, আগস্ট ১৮, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.