পদ ছাড়লেন বিএনপির শাহজাহান

আগস্ট ১৭, ২০১৬

BNP-Shahjahanঢাকা জার্নাল: নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পাওয়ায় নোয়াখালী জেলা বিএনপির সভাপতির পদ ছেড়েছেন মোহাম্মদ শাহজাহান।

বুধবার (১৭ আগস্ট) রাতে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ পদের অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি। তার অব্যাহতিপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

মোহাম্মদ শাহজাহান নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ‘এক নেতার এক পদ’ বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার সে সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নোয়াখালী জেলা সভাপতির পদটি ছেড়ে দিলাম।

বিএনপির তৃতীয় শীর্ষ নেতা হিসেবে ‘দ্বিতীয়’ পদ ছেড়ে দিলেন শাহজাহান। এর আগে বিএনপি মহাসচিব হওয়ার পর মির্জ‍া ফখরুল ইসলাম আলমগীরও ঠাকুরগাঁও জেলা এবং কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। আর বিএনপির যুগ্ম-মহাসচিব হওয়ার পর যুবদল সভাপতির পদ ছেড়ে দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও।

নোয়াখালী জেলার সভাপতি পদে প্রায় ২৩ বছর দায়িত্ব পালন করেছেন শাহজাহান। এ বিষয়ে রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

ঢাকা জার্নাল, আগস্ট ১৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.