দুই জনকে বাঁচিয়ে নিজে মারা গেলেন

আগস্ট ১৫, ২০১৬

baddaঢাকা জার্নাল : বাড্ডার ধামাইখালে ডুবে যেতে থাকা দুই যুবককে উদ্ধার করে নিজেই ডুবে মারা গেলেন মো. সারওয়ার।

ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সোমবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন সারওয়ার (২৯)।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ‘তিন নম্বর বেরাইদ ব্রিজ এলাকায় সারওয়ার ডুবে যান। ব্রিজের অদূরেই তার মৃতদেহ পাওয়া গেছে। সারওয়ারের বাসা উত্তর বাড্ডায়।

দুপুর ১২টার দিকে খালের পাশে ফুটবল খেলছিলেন নয় যুবক। সবাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খেলার সময় ফুটবলটি খালে পড়ে যায়। বলটি আনতে খালে নামেন দুই যুবক। তারা খালের পানিতে তলিয়ে যেতে থাকেন। এটা দেখে পাশ থেকে ছুটে আসেন সারওয়ার। তিনি খালে ঝাঁপিয়ে পড়েন এবং অনেক চেষ্টা করে ওই দুই যুবককে ডাঙায় তুলে আনেন। দুই জনকে উদ্ধারের পর ফুটবলটি আনতে আবার খালে নামেন সারওয়ার। এবার নিজেই পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধারে তৎপরতা চালায়। সারওয়ার পিকআপ চালক ছিলেন।

ঢাকা জার্নাল, আগস্ট ১৫, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.