দেশের ৬ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত, উদ্বোধন ১৩ আগস্ট

আগস্ট ১১, ২০১৬

Bipoঢাকা জার্নাল: দেশের ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হচ্ছে। এ ছয় উপজেলায় মোট ২ লাখ ৩৮ হাজার ৬৫০ গ্রাহক এ সুবিধা পাবে। এতে মোট ব্যয় হচ্ছে ৫৩৫ কোটি টাকা।

আগামী ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হচ্ছে- গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া উপজেলা, নারয়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১ নম্বর বন্দর উপজেলা, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পলাশ উপজেলা, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী উপজেলা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আদর্শ সদর উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট উপজেলা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইতোমধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশব্যাপী অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে বোর্ডের গ্রাহক সংখ্যা ১ কোটি ৫৮ লাখ। যা দেশের মোট ২ কোটি ১৮ লাখ গ্রাহকের মধ্যে ৭২ শতাংশ এবং বিদ্যুৎ সুবিধা পাওয়ার হার ৭০ শতাংশ।

এছাড়া বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৬-১৭ অর্থ বছরে ৩০ লাখ গ্রাহক সংযোগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ সময়ে ৯৫টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলা এবং ৬টি সোলার চার্জিং স্টেশন নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে ৭৬ শতাংশ, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ৮৭ শতাংশ এবং  ২০১৮ সালের মধ্যে ৯৫ শতাংশ গ্রাহক সংযোগ লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় ৫৭ লাখ প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী আরো জানান, বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈদ্যুতিক লাইনের পরিমাণ ৩ লাখ ১৫ হাজার কিলোমিটার। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিজস্ব অর্থায়নে একটি সোলার চার্জিং স্টেশন নির্মাণ করেছে।

ঢাকা জার্নাল, আগস্ট ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.