রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আগস্ট ১১, ২০১৬

rangpurঢাকা জার্নাল: কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে রংপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডেকেছে জেলা মোটর শ্রমিকর‍া।

জেলা মোটর শ্রমিকদের বেতন ভাতা ও নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল এবং রংপুর পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) পুলিশ বাধা দেওয়ায় ধর্মঘট ডাকে শ্রমিকরা।

রংপ‍ুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) পিস্তল হাতে শ্রমিকদের উপর চড়াও হয়। ওই এসআই’র শাস্তি না হওয়া পর্যন্ত রংপুর জেলায় সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

এম এ মজিদ আরও বলেন, ডাক যোগে ২৫টি দফতরে স্মারকলিপি পাঠ‍ানো হয়েছে। আমাদের দাবি নিয়ে রংপুর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে এলে ওই এসআই আমাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করেন। ওই এসআই’র বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলায় পরিবহন চলবে না।

এ নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহন নেতারা।

আলোচনা সভায় রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল- এ) আতাউর রহমান এবং মোটর শ্রমিক নেতরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এম এ মজিদ বলেন, রাতে সারাদেশের পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা জার্নাল, আগস্ট ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.