অটিজম দূর করতে সায়মা ওয়াজেদের ৪৫ লক্ষ্য

আগস্ট ১১, ২০১৬

Saima-Wazedঢাকা জার্নাল: অটিজম দূর করতে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনায় ৪৫টি লক্ষ্য নির্ধারণ করেছেন অটিজম-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ২০১৬-২০২১’ উপস্থাপনকালে তিনি এ লক্ষ্য তুলে ধরেন।

তার ৪৫ লক্ষ্যের মধ্যে রয়েছে অটিজম বিষয়ে সচেতনতা, পরামর্শ, পরিবারে অটিস্টিক শিশুর স্বাস্থ্য, প্রশিক্ষণ, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, কমিউনিটি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়।।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

ঢাকা, আগস্ট ১১, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.