একাত্তর টিভির সাংবাদিকদের উপর হেফাজত কর্মীদের হামলা

এপ্রিল ৫, ২০১৩

Ekattor-sm20130405045446ঢাকা জার্নাল: চট্টগ্রামে ব্লগারদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবিতে শনিবারের লংমার্চে ঢাকা যাওয়ার গাড়ি না পেয়ে বিক্ষুদ্ধ হেফাজতের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করেছে। 

শুক্রবার জুমার নামাজের পর আকস্মিক ওয়াসার মোড়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে হেফাজতের কর্মীরা একাত্তর টিভির সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এসময় একাত্তর টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মাঈনুদ্দিন দুলাল, ঢাকার সিনিয়র রিপোর্টার মহিম মিজান, ক্যামেরাম্যান রাজীব বড়ুয়া এবং বাবুন পাল আহত হয়েছেন।‌ এদের রক্ষা করতে এগিয়ে এসে চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মহসীন কাজী আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

একাত্তর টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মাঈনুদ্দিন দুলাল বাংলানিউজকে বলেন,‘লংমার্চ উপলক্ষে আমরা সংবাদ কাভার করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই কোন কারণ ছাড়া তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।’

এছাড়া ওয়াসার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের উপরও চড়াও হয় হেফাজতের কর্মীরা। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদসহ পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.