ঢাবিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জুলাই ২৫, ২০১৬

duঢাকা জার্নাল:জঙ্গিবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে সর্ববৃহৎ মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

সোমবার বেলা ১১টা থেকে এ মানববন্ধন শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে অর্থাৎ নীলক্ষেত মোড় সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র মুক্তি তোরণ থেকে শুরু হয়ে স্মৃতি চিরন্তন, ফুলার রোড, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সম্মুখের রাস্তা, কলাভবনের সম্মুখের রাস্তা, চারুকলা অনুষদ, টিএসসির রাজু ভাস্কর্য, বাংলা একাডেমি, চাঁনখারপুল শহীদুল্লাহ হলের গেট থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন পর্যন্ত মানববন্ধন করা হচ্ছে।

মানববন্ধন চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কর্মকাণ্ড বন্ধ রয়েছে।

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই অংশগ্রহণ করবেন। কর্মসূচি চলাকালে উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ভিসির বাংলো সংলগ্ন স্মৃতি চিরন্তনের সামনে অবস্থান করছেন।

ঢাকা জার্নাল, ২৫ জুলাই, ২০১৬।
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.