এবার ‘স্বপ্নও জানা’ যাবে!

এপ্রিল ৫, ২০১৩

dreambrain-bg20130405032908ঢাকা জার্নাল: বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসের বারান্দায় বসে কফি খাচ্ছেন! ওবামা আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব করলেন। আপনি ‘বন্ধুবর’ ওবামার রসিকতায় হেসেই কুটি কুটি। এতোই হাসাহাসি করলেন যে হঠাৎ করে গালে ভীষণ আঘাত অনুভব করলেন। পাশের লোকটির চড়ের আঘাতে ঘুম ভেঙে গেলে বুঝতে পারলেন স্বপ্নেই ওবামার সঙ্গে কফি খাচ্ছিলেন!

এমন অনেক মজার স্বপ্ন দেখলেও সকালে ঘুম থেকে উঠে তা ভুলে যান অনেকেই। এতো মজার স্বপ্ন আধো আধো মনে করা গেলেও পুরো মনে করতে না পেরে অনেকেই কপাল চাপড়ে থাকেন। তবে এই কপাল চাপড়ানো লোকদের জন্য বড় ধরনের ‍শুভ সংবাদই বয়ে আনলেন জাপানের বিজ্ঞানীরা।

তারা জানান, মস্তিষ্কে এমআরআই (ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিং) স্ক্যান করে ঘুমের প্রাথমিক পর্যায়ে (স্বপ্নে) দেখা প্রতিচ্ছবিগুলো (স্বপ্ন) বোঝা যাবে!

জার্নাল সায়েন্সে প্রকাশিত বিবৃতিতে বিজ্ঞানীরা জানান, এই স্ক্যানের মাধ্যমে স্বপ্নে দেখা প্রতিচ্ছবিগুলো ৬০% পর্যন্ত স্পষ্টভাবে বোঝা সম্ভব।

কিয়োটোর এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরিজের অধ্যাপক ইউকিয়াসু কামিতানি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস ছিল স্বপ্নের রহস্যন্মোচন সম্ভব, অন্তত বিশেষ কিছু ক্ষেত্রে হলেও…আমি খুব একটা আশ্চর্য হইনি। তবে আন্দোলিত হয়েছি।”

গবেষকরা জানিয়েছেন, তারা এখন মস্তিষ্কের কার্যকারিতাকে কাজে লাগিয়ে স্বপ্নের অন্যান্য দিক এবং স্বপ্ন দেখার সময়ের অনুভূতি সমূহকে পরখ করে দেখতে চান।

ঢাকা জার্নাল, এপ্রিল ০৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.