July 25, 2017, 8:43 pm | ২৫শে জুলাই, ২০১৭ ইং,মঙ্গলবার, রাত ৮:৪৩

বৃহস্পতিবার সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ

natinal-uni-logoঢাকা জার্নাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (জুলাই ২১) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে দেশের সকল কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করবেন।

বুধবার (২০ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নারকীয় হত্যাকাণ্ড, ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানসংলগ্ন স্থানে সন্ত্রাসী হামলা এবং প্রাণহানিসহ সারাদেশে নিরীহ শান্তিকামী দেশি-বিদেশি নাগরিকদের টার্গেট কিলিংয়ের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

একইসঙ্গে সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটানোর মাধ্যমে এর সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলাই এ সমাবেশের মূল উদ্দেশ্য বলে জানানো হয় তথ্যবিবরণীতে।

ঢাকা জার্নাল, জুলাই ২০, ২০১৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *এই পাতার আরো খবর -

জার্নাল