আর্টিজান হামলায় সিসিটিভির ফুটেজ, পাঠানো হবে বিদেশে

জুলাই ১৬, ২০১৬

Artisanঢাকা জার্নাল: গুলশানে জঙ্গি হামলার ঘটনা তদন্তে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তাই জব্দকৃত সিসিটিভির অস্পষ্ট  ফুটেজগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে  ( ডেভেলপ) স্পষ্ট করতে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গুলশানে জঙ্গি হামলার মামলা তদন্তে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের অনেক ছবি স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা বলেন, সিসিটিভির ঝাঁপসা ফুটেজগুলো স্পষ্ট (ডেভেলপ) করতেই কারিগরি সহযোগিতার জন্য এগুলোকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) এর উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ  সাইফুল ইসলাম  বলেন, হলি আর্টিজান ও এর আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজের পর্যালোচনা চলছে। তদন্তের প্রয়োজনে সিসিটিভির ফুটেজগুলো বিদেশে পাঠানো হতে পারে।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভির ফুটেজে হামলার সময় তিন যুবককে ওই রেস্টুরেন্টের সামনের রাস্তায় দিয়ে হেঁটে ইউনাইটেড হাসপাতালের দিকে যেতে দেখা গেছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেন, সন্দেহভাজন ওই তিন যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাদের গতিবিধি সন্দেহজনক।পুলিশের ধারণা, ওই তিন যুবক হামলাকারীদের সঙ্গেই আসে। তারা মূলত বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলো। এছাড়া  হামলাকারীরা জঙ্গিরা কিভাবে, কোন পথ ব্যবহার করে গুলশানে প্রবেশ করেছে এসব বিষয়ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে বের করার চেষ্টা চলছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলশান হামলার ঘটনায় তিন দেশের কারিগরি সহায়তা নেয়ার কথা জানিয়েছিলেন সাংবাদিকদের।

গত ১ জুলাই রাজধানীর হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হয়। এছাড়াও হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যও। আহত হন ৩০ পুলিশ সদস্য।

ঢাকা জার্নাল, জুলাই ১৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.