‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সাকিব

জুলাই ১১, ২০১৬

sakibঢাকা জার্নাল: বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিজের জন্য গর্বের বলে মনে করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছেন সাকিব। সিপিএল টি-টোয়েন্টি ডটকমকে তিনি বললেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের সব মানুষ ক্রিকেট ভক্ত। তারা খেলাটিকে ভালোবাসে। তাই তারা আমাকে সিপিএলে সমর্থন করবে।’

সিপিএলে তিন ম্যাচের দুটিতে জিতেছে সাকিবের দল জ্যামাইকা। অন্যটি হেরেছে তারা। তিন ম্যাচে ২ উইকেট নিয়েছেন সাকিব, দুই ইনিংসে করেছেন ৩২ রান। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দিকে ফিরে তাকালেন সাকিব, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি। দুটি জিতেছি, একটা হেরেছি। আমরা এখন ভালো অবস্থায় আছি। পরের ম্যাচ জিতলে সেটা হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টিকে একজন অলরাউন্ডারের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন সাকিব। তবে সেই চ্যালেঞ্জ ভালোবাসেন বলেই জানালেন বাংলাদেশের সেরা ক্রিকেটার, ‘একজন অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট চ্যালেঞ্জিং। তবে এই ধরনের চ্যালেঞ্জ আমি ভালোবাসি। অবশ্যই আমি আরো বেশি অবদান রাখতে চাই। তবে এই মুহূর্তে যা হচ্ছে তাতে আমি খুশি। ব্যক্তি ও দল হিসেবে আরো উন্নতি করতে হবে আমাদের।’

এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএলে খেলছেন সাকিব। এবারের টুর্নামেন্টটি উপভোগ্য হবে বলেই আশা করছেন তিনি, ‘এখন পর্যন্ত সিপিএল খুব ভালো এগোচ্ছে। আশা করি, এটা দিন দিন আরো ভালো হবে। আশা করি, অনেক রান হবে, অনেক ছক্কা হবে, অনেক উইকেট পড়বে, যা দর্শকরা উপভোগ করবে। সিপিএলে ঘরের মাঠে প্রতি ম্যাচে প্রচুর দর্শক হয়। আশা করি, অন্য যে সব ভেন্যুতে খেলব সেখানেও তাই থাকবে।’

আসরে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি সাকিবের দল। এই ম্যাচে জিতে নিজেদের এগিয়ে রাখতে চান সাকিব।

ঢাকা জার্নাল, ১১ জুলাই, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.