২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর

জুলাই ১১, ২০১৬

Ronaldoঢাকা: মাত্র ২৫ মিনিটেই তার ফাইনাল শেষ! এমন কি হওয়ার কথা ছিল, কত আশাই না তাকে নিয়ে ছিল পর্তুগিজদের। কিন্তু সব কিছুতে গুড়ে বালি। লাখো-লাখো দর্শককে হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই সঙ্গে স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে।

বদলি হিসেবে পর্তুগাল রিকারদো কুয়ারেসমাকে মাঠে নামিয়েছে।

রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে পা রেখেই প্রথম খেলোয়াড় হিসেবে ১২ বছরে দু’টি ইউরোর ফাইনাল খেলার কীর্তি গড়েন রোনালদো। তবে ফাইনালের মঞ্চে একটি গোলের আক্ষেপ থেকেই গেলো তার। এটি করতে পারলেই মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড টপকে যেতেন এই তারকা। এছাড়া সর্বপরি তাকে ছাড়া তো দল ডুবলো হতাশাতেই। দুর্বল হয়ে পড়লো ভারসাম্য।

ঢাকা জার্নাল, জুলাই ১০, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.